Wellcome to National Portal
নিবন্ধন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ ডিসেম্বর ২০১৬

নকলনবিস গণকে(এক্সট্রা মোহরার) দাপ্তরিক কাজে বিঘ্ন না ঘটিয়ে জনস্বার্থে নকল কাজে নিয়োজিত থাকিবার নির্দেশ


প্রকাশন তারিখ : 2016-12-04
সারাদেশে জেলা রেজিস্ট্রার কার্যালয়, সাব-রেজিস্ট্রার কার্যালয় এবং সদর মহাফেজখানায় নিয়োজিত নকল নবীশগণের (এক্সট্রা মোহরার)দৃর্ষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাইতেছে যে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় এর মাননীয় মন্ত্রী মহোদয় তাহাদের (নকলনবীশ)দাবী দাওয়া সম্পর্কে অবগত আছেন এবং ইতোমধ্যে অধিকাংশ বিষয় নিষ্পত্তি কৃত হইয়াছে/দাবী দাওয়ার অন্যান্য বিষয়গুলো সরকারের সক্রিয় বিবেচনাধীণ রহিয়াছে। এমতাবস্থায় কমর্রত নকলনবিস গণকে(এক্সট্রা মোহরার) দাপ্তরিক কাজে বিঘ্ন না ঘটিয়ে জনস্বার্থে নকল কাজে নিয়োজিত থাকিবার নির্দেশ প্রদান করা হইল।এছাড়া সকল জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারগণকে বিষয়টি নজরদারি ও তদারকিকরণের নির্দেশ প্রদান করা হইল। স্বা/ খান মোঃ আবদুল মান্নান মহা-পরিদর্শক, নিবন্ধন, বাংলাদেশ নিবন্ধন পরিদপ্তর, ঢাকা।